দিন ১-
পরেরদিন সকাল ৯.৩০ তে টেকনাফ থেকে সকালের নাস্তা করে জাহাজে উঠা ,দুপুর নাগাদ সেন্টমার্টিন দ্বীপে পৌঁছানো , তারপর বিশ্রাম, আউটিং এবং রিসোর্ট এ রাত্রি যাপন। বিচের সাথেই রিসোর্ট থাকায় যখন তখন বিচে যাওয়া আসার সুবিধা । কোনো হোটেলে বা রেস্টুরেন্ট এ খাবোনা, রিসোর্ট এই বাবুর্চি গেস্টদের জন্য রান্না করবে। বিকেল বেলা সেন্টমার্টিন হেঁটে দেখা হবে। এররপর রাতে বিচে গিয়ে সময় কাটাতে পারেন,চাইলে হ্যামকে শুয়ে সমুদের গর্জন শুনতে পারবেন ,এককথায় সময়টা কাটাবেন নিজেদের ইচ্ছামত ,কোনো বাইন্ডিং নেই শুধু নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হবে।রাতে সমুদ্রে নামা যাবেনা।
ফুড-সকালের নাস্তা,দুপুরের খাবার এবং রাতের বার্বিকিউ।
ফুড-সকালের নাস্তা,দুপুরের খাবার এবং রাতের বার্বিকিউ।


দিন ২ :
খুব ভোরে সূর্যোদয় দেখতে সবাই উঠে যাবেন। এরপর নাস্তা সেরে ফ্রি সময় পাবেন, সেটা আপনি কাজে লাগাতে পারেন পারসোনাল শপিং, ছোট নৌকায় ভ্রমণের ইচ্ছা থাকলে সেটাও সেরে ফেলতে পারেন।এইদিন সময় আপনার মতো কাটাবেন, একটায় অবশ্যই দুপুরের খাবার খেতে রিসোর্টে আসবেন এবং ২ টার মধ্যে বের হবো আমরা জেটি ঘাটের উদ্দেশ্যে।
অতঃপর বিকাল ৩.০০ টায় শীপে করে টেকনাফ ফেরত আসা হবে, অতঃপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
অতঃপর বিকাল ৩.০০ টায় শীপে করে টেকনাফ ফেরত আসা হবে, অতঃপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
ফুড: সকালের নাস্তা, দুপুরের খাবার।
দিন ৩-
পরদিন ভোরে ইনশাআল্লাহ্ ঢাকা থাকবেন।
ইভেন্ট ফি- * উইক ডে তে -
ইকোনোমি প্যাকেজ- ৫০০০ থেকে শুরু।
স্ট্যান্ডার্ড প্যাকেজ-৫৫০০ টাকা থেকে শুরু।
প্রিমিয়াম প্যাকেজ-৬৫০০ টাকা থেকে শুরু।
*প্রতি রুমে চারজন।কাপল প্যাকেজে অতিরিক্ত টাকা এড করতে হবে।
স্ট্যান্ডার্ড প্যাকেজ-৫৫০০ টাকা থেকে শুরু।
প্রিমিয়াম প্যাকেজ-৬৫০০ টাকা থেকে শুরু।
*প্রতি রুমে চারজন।কাপল প্যাকেজে অতিরিক্ত টাকা এড করতে হবে।
অফডে তে-
ইকোনোমি প্যাকেজ- ৬০০০ থেকে শুরু।
স্ট্যান্ডার্ড প্যাকেজ-৬৫০০ টাকা থেকে শুরু।
প্রিমিয়াম প্যাকেজ-৭৫০০ টাকা থেকে শুরু।
*প্রতি রুমে চারজন।কাপল প্যাকেজে অতিরিক্ত টাকা এড করতে হবে।
স্ট্যান্ডার্ড প্যাকেজ-৬৫০০ টাকা থেকে শুরু।
প্রিমিয়াম প্যাকেজ-৭৫০০ টাকা থেকে শুরু।
*প্রতি রুমে চারজন।কাপল প্যাকেজে অতিরিক্ত টাকা এড করতে হবে।
প্যাকেজের অন্তর্ভুক্ত:
* ঢাকা- টেকনাফ -ঢাকা নন এসি বাসের টিকেট।
* টেকনাফ - সেন্টমার্টিন দ্বীপ- টেকনাফ জাহাজ এর টিকেট।
* ১ রাত রিসোর্ট এ রাত্রিযাপন।
* প্রতিদিন সকালের নাস্তা, লাঞ্চ, ডিনার (ব্যাক করার দিন রাত বাদে)।
* বার্বিকিউ।
* গাইড সুবিধা।
* ফাস্ট এইড মেডিসিন সরবরাহ করা হবে।
(জেটি ঘাট থেকে রিসোর্টে যাবার ভ্যান ভাড়া নিজেদের বহন করতে হবে, এছাড়া সকল ব্যক্তিগত খরচ নিজেদের বহন করতে হবে)