
লাগানো জনপ্রিয় রিসোর্ট এ হবে ট্যুর।চাইলে বন্ধুবান্ধব এবং পরিবার পরিজন নিয়ে জয়েন করতে পারেন আমাদের সাথে।
প্যাকেজের অন্তর্ভুক্ত:
* ঢাকা- টেকনাফ -ঢাকা নন এসি বাসের টিকেট।
* টেকনাফ – সেন্টমার্টিন দ্বীপ- টেকনাফ জাহাজ এর টিকেট।
* ২ রাত বিচ রিসোর্ট এ রাত্রিযাপন।
* প্রতিদিন সকালের নাস্তা, লাঞ্চ, ডিনার।
* বার্বিকিউ।
* ছেঁড়া দ্বী্পে সাইটসিয়িং।
* গাইড সুবিধা।
* ফাস্ট এইড মেডিসিন সরবরাহ করা হবে।
* ঢাকা- টেকনাফ -ঢাকা নন এসি বাসের টিকেট।
* টেকনাফ – সেন্টমার্টিন দ্বীপ- টেকনাফ জাহাজ এর টিকেট।
* ২ রাত বিচ রিসোর্ট এ রাত্রিযাপন।
* প্রতিদিন সকালের নাস্তা, লাঞ্চ, ডিনার।
* বার্বিকিউ।
* ছেঁড়া দ্বী্পে সাইটসিয়িং।
* গাইড সুবিধা।
* ফাস্ট এইড মেডিসিন সরবরাহ করা হবে।
(জেটি ঘাট থেকে রিসোর্টে যাবার ভ্যান ভাড়া নিজেদের বহন করতে হবে, এছাড়া সকল ব্যক্তিগত খরচ নিজেদের বহন করতে হবে)
**ট্যুর প্ল্যান**
১৬ মার্চ সন্ধ্যা ৭:০০ টায় ঢাকা থেকে নন এসি বাসে যাত্রা শুরু।
দিন ১-
পরেরদিন ১৭ তারিখ সকাল ৯.৩০ তে আমরা টেকনাফ থেকে সকালের নাস্তা করে জাহাজে উঠবো ,দুপুর নাগাদ সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাবো , তারপর বিশ্রাম, আউটিং এবং রিসোর্ট এ রাত্রি যাপন। বিচের সাথেই রিসোর্ট থাকায় যখন তখন বিচে যাওয়া আসার সুবিধা । আমরা কোনো হোটেলে বা রেস্টুরেন্ট এ খাবোনা, রিসোর্ট এই বাবুর্চি আমাদের জন্য রান্না করবে।
পরেরদিন ১৭ তারিখ সকাল ৯.৩০ তে আমরা টেকনাফ থেকে সকালের নাস্তা করে জাহাজে উঠবো ,দুপুর নাগাদ সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাবো , তারপর বিশ্রাম, আউটিং এবং রিসোর্ট এ রাত্রি যাপন। বিচের সাথেই রিসোর্ট থাকায় যখন তখন বিচে যাওয়া আসার সুবিধা । আমরা কোনো হোটেলে বা রেস্টুরেন্ট এ খাবোনা, রিসোর্ট এই বাবুর্চি আমাদের জন্য রান্না করবে।
এরপর রাতে বিচে গিয়ে সময় কাটাবো,চাইলে হ্যামকে শুয়ে সমুদের গর্জন শুনবো ,এককথায় সময়টা কাটাবো নিজেদের ইচ্ছামত ,কোনো বাইন্ডিং নেই শুধু নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হবে।রাতে সমুদ্রে নামা যাবেনা।পূর্নিমা থাকায় ফকফকে সেন্টমার্টিন দেখে অন্যরকম ভালোলাগা কাজ করবে।
ফুড-সকালের নাস্তা,দুপুরের খাবার এবং রাতের খাবার।
দিন ২ :
১৮ তারিখ সকালে ঘুম থেকে উঠবো , নিজেদের মতো করে সেন্টমার্টিন দ্বীপের প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে বের হবো ।পুরো সেন্টমার্টিন ঘুরে দেখবো,হূমায়ুন আহমেদ স্যারের বাড়ি সমুদ্র বিলাস দেখবো।
দুপুর দুইটায় রিসোর্ট এ দুপুরের খাবার খেতে আসবো , তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হয়ে বিকেলে ছেঁড়া দ্বীপ ঘুরে এসে সূর্যাস্ত বীচে বসেই উপভোগ করবো, রাত নয়টায় রিসোর্ট এসে রাতের খাবার খেয়ে সবাই মিলে গেমশো তে অংশগ্রহণ করে আবার সাগরপাড়ে বসে গানের আড্ডা চলবে ,ঘুমানোর আগ পর্যন্ত সাগরের সৌন্দর্য উপভোগ করবো।
ফুড: সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ।
১৮ তারিখ সকালে ঘুম থেকে উঠবো , নিজেদের মতো করে সেন্টমার্টিন দ্বীপের প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে বের হবো ।পুরো সেন্টমার্টিন ঘুরে দেখবো,হূমায়ুন আহমেদ স্যারের বাড়ি সমুদ্র বিলাস দেখবো।
দুপুর দুইটায় রিসোর্ট এ দুপুরের খাবার খেতে আসবো , তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হয়ে বিকেলে ছেঁড়া দ্বীপ ঘুরে এসে সূর্যাস্ত বীচে বসেই উপভোগ করবো, রাত নয়টায় রিসোর্ট এসে রাতের খাবার খেয়ে সবাই মিলে গেমশো তে অংশগ্রহণ করে আবার সাগরপাড়ে বসে গানের আড্ডা চলবে ,ঘুমানোর আগ পর্যন্ত সাগরের সৌন্দর্য উপভোগ করবো।
ফুড: সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ।
#দিন ৩:
১৯ মার্চ খুব ভোরে নাস্তা সেরে ফ্রি সময় পাবেন, সেটা আপনি কাজে লাগাতে পারেন পারসোনাল শপিং, ছোট নৌকায় ভ্রমণের ইচ্ছা থাকলে সেটাও সেরে ফেলতে পারেন।এইদিন সময় আপনার মতো কাটাবেন, একটায় অবশ্যই দুপুরের খাবার খেতে রিসোর্টে আসবেন এবং ২ টার মধ্যে বের হবো আমরা জেটি ঘাটের উদ্দেশে।
অতঃপর বিকাল ৩.০০ টায় আমরা শীপে করে টেকনাফ ফেরত আসবো, অতঃপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
১৯ মার্চ খুব ভোরে নাস্তা সেরে ফ্রি সময় পাবেন, সেটা আপনি কাজে লাগাতে পারেন পারসোনাল শপিং, ছোট নৌকায় ভ্রমণের ইচ্ছা থাকলে সেটাও সেরে ফেলতে পারেন।এইদিন সময় আপনার মতো কাটাবেন, একটায় অবশ্যই দুপুরের খাবার খেতে রিসোর্টে আসবেন এবং ২ টার মধ্যে বের হবো আমরা জেটি ঘাটের উদ্দেশে।
অতঃপর বিকাল ৩.০০ টায় আমরা শীপে করে টেকনাফ ফেরত আসবো, অতঃপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
ফুড: সকালের নাস্তা, দুপুরের খাবার।
দিন ৪-
২০ মার্চ ভোরে ইনশাআল্লাহ্ ঢাকা থাকবো ।
২০ মার্চ ভোরে ইনশাআল্লাহ্ ঢাকা থাকবো ।
ইভেন্ট ফি-
ইকোনোমি- ৭৯০০ টাকা (নন এসি বাস)
রেগুলার ৮৫০০ টাকা (এসি বাস)
স্ট্যান্ডার্ড ৯০০০ টাকা।
প্রিমিয়াম-১০৫০০ টাকা।
ইকোনোমি- ৭৯০০ টাকা (নন এসি বাস)
রেগুলার ৮৫০০ টাকা (এসি বাস)
স্ট্যান্ডার্ড ৯০০০ টাকা।
প্রিমিয়াম-১০৫০০ টাকা।
স্টুডেন্ট প্যাকেজ ৭৫০০ টাকা।
কাপল-
রেগুলার- ১৯০০০ টাকা।(নন এসি বাস)
স্ট্যান্ডার্ড -২২০০০ টাকা।(এসি বাস)
প্রিমিয়াম-২৫০০০ টাকা।(এসি বাস,এসি শিপ)
রেগুলার- ১৯০০০ টাকা।(নন এসি বাস)
স্ট্যান্ডার্ড -২২০০০ টাকা।(এসি বাস)
প্রিমিয়াম-২৫০০০ টাকা।(এসি বাস,এসি শিপ)