Feed Your Soul

Get In Touch

img

Level - 9, House - 12, Block - C, Banasree Main Road, Dhaka 1219

ঈদের ছুটি বাতিল, সুন্দরবনে সতর্কতায় রেড অ্যালার্ট!

ঈদের ছুটি বাতিল, সুন্দরবনে সতর্কতায় রেড অ্যালার্ট!

হরিণ শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করেছে বন বিভাগ। বিশেষ প্রয়োজন ছাড়া বনরক্ষীদের এবারের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, প্রতিবছর ঈদের সময় সুন্দরবনে বেড়ে যায় চোরা শিকারিদের দৌরাত্ম। বিশেষ করে হরিণ শিকারী চক্র বেপরোয়া হয়ে ওঠে। ঈদে ছুটির ফাঁকে বহুগুণে বেড়ে যায় হরিণ শিকারের মাত্রা। তবে এবছর ঈদের আগে থেকেই হরিণ শিকারিরা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সক্রিয়।

অপরদিকে, সম্প্রতি ঘটে যাওয়া বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপার বিল ও শাপলার বিল এলাকায় ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডে বেশি উদ্বিগ্ন বন বিভাগ। দুটি অগ্নিকাণ্ডে প্রায় ছয় একর বনের সুন্দরীসহ নানা প্রজাতির গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়। শুষ্ক মৌসুমে এধরণের আগুনের ঘটনা প্রতিবছরই ঘটে সুন্দরবনে। বনসংলগ্ন এলাকার মৌসুমী মাছ শিকারীরা এই নাশকতায় জড়িত বলে অভিযোগ রয়েছে। মূলত হরিণ শিকার ও অগ্নি সন্ত্রাস এই দুই কারণেই এবার বেশি সতর্ক বন বিভাগ।

সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সুন্দরবন ও বনসংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ৩০৮ কজি হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া, ৮টি পা, বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ জব্দ হয়েছে। আটক করা হয়েছে সাত জন শিকারীকে। কোস্টগার্ড পশ্চিম জোন ও বন বিভাগ এসব অভিযান পরিচালনা করে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ঈদকে সামনে রেখে চোরাশিকারিরা বেশিটা সক্রিয় হয়। তাই হরিণসহ বন্যপ্রাণি শিকাররোধে শরণখোলা রেঞ্জের সকল স্টেশন ও টহল ফাঁড়ির বন কর্মকর্তা-কর্মকর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। জোরদার করেছে টহল কার্যক্রম। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগ বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হরিণ ও বন্যপ্রাণি শিকার এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সীমিত করা হয়েছে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের সকল কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেয়া হবেনা। ঈদের বিশেষ এই সময়টাতে শিকারীদের অপতৎপরতা বন্ধ এবং অগ্নি সন্ত্রাসীদের নাশকতারোধে সুন্দরবন পূর্ব বিভাগের সকল স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। এছাড়া বিশেষ টহল কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেয়া হয়েছে।

Comments (03)

  • Comment Author

    Adam Jhon

    20Jun, 2024 08:56pm

    Credibly pontificate transparent quality vectors with quality mindshare. Efficiently architect worldwide strategic theme areas after user.

    • Comment Author

      Jhon Abraham

      25Jun, 2024 08:56pm

      It is different from airport transfer or port transfer, which are services that pick you up

  • Comment Author

    Anadi Juila

    27Jun, 2024 08:56pm

    Credibly pontificate transparent quality vectors with quality mindshare. Efficiently architect worldwide strategic theme areas after user.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked

shape
shape
shape