★১ম দিন : 👉২য় দিনঃ- ভোরে উঠে নাস্তা করে নেবো , থুইসাপাড়া থেকে আমরা নাস্তা সেরে আমিয়াখুমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবো। ৩ ঘণ্টা সময় লাগবে আমিয়াখুমে পৌঁছাতে,দেবতা পাহাড় পাড়ি দিয়ে আমিয়াখুম জলপ্রপাতের শব্দ শুনতে শুনতে দেবতা পাহাড় পাড়ি দেবো, দেবতা পাহাড় থেকে নামলেই আমিয়াখুম জলপ্রপাত। কিছুক্ষন সময় কাটিয়ে আমরা চলে যাবো ভেলাখুম, সাতভাই খুম,নাইক্ষ্যংমুখ,খুম।তারপর সন্ধ্যার মধ্য ফিরে আসবো থুইসাপাড়ায়। রাত্রিযাপন থুইসা পাড়াতে।থুইসাপাড়ায় রাতে খেয়ে আকাশের তারা উপভোগ করবো মাঠে বসে ।নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে আমরা শীফে করে এিকোনা আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১২ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।